বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
ভাষার মাসে গান কেবল গান নয়। একুশের চেতনায় উজ্জীবিত করে তোলার হাতিয়ার।তরুণ সমাজকে একুশের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিতে কাজ যাচ্ছে স্বদেশ সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুন্দরগঞ্জ উপজেলা শাখা।
এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারো সংগঠন দুটি “দেশীয় সংস্কৃতি বিকাশে, অপসংস্কৃতি রুখবে” এই স্লোগানকে সামনে রেখে অমর একুশের ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের আসরটি উপজেলার বিভিন্ন স্থানে একুশের গানে গানে মুখরিত করে তুলে সংগঠন দুটির উদীয়মান শিল্পীগোষ্ঠীরা।
ভ্রাম্যমান গানের আসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুন্দরগঞ্জ শাখার সভাপতি এটি এম মাসুদুর রহমান চঞ্চল, স্বদেশ সাংস্কৃতিক কেন্দ্রর পরিচালক রেজাউল আলম, উপস্থাপক শাহাবুল ইসলাম, যুব মহিলা লীগের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আল্পনা গোস্বামী, শিক্ষক রাশেদুল ইসলাম, আতিকুল ইসলাম হ্যাপী, সংগঠন দুটির শিল্পীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে ঐ গানের আসরে সুপ্রকাশ সাহিত্য সংসদ(সুসাস) এর অমর একুশের সংখ্যা (২০২৪) “ভালোবাসার মায়ের ভাষা” বইটি উম্মোচন করা হয়।