আজ, Monday


২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৬২ কেজি গাঁজা ও বহনকারী ট্রাক সহ ২ জন গ্রেপ্তার

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
দিনাজপুরে ডিএনসির অভিযানে ৬২ কেজি গাঁজা ও বহনকারী ট্রাক সহ ২ জন গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

মোস্তাফিজার রহমান, দিনাজপুর:

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৬২ কেজি গাঁজা ও বহনকারী ট্রাক সহ ২ জন কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ২৬/১০/২০২৫ অক্টোবর দুপুরে দিনাজপুর বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবং গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমান- এর নেতৃত্বে একটি চৌকস দল এর অভিযান চালিয়ে সক্ষম হয় এ সময় সুকৌশলে ট্রাকে থাকা ৬২ কেজি গাঁজা একটি ট্রাকসহ ২ জনকে আটক করা হয়েছে। দিনাজপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাকিবুজ্জামান
বিষয়টি নিশ্চিত করে বলেন। একটি মাদক চক্র ট্রাকে মধ্যে সুকৌশলে গাঁজা গুলো বিভিন্ন পদ্ধতিতে লুকিয়ে রাখে যেন জন সাধারণের চোখে সহজে নজর না পরে। এভাবেই ট্রাকে করে ট্রাক চালক এক স্থান থেকে অন্য স্থানে মাদকদ্রব্য স্থানান্তর করে। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থেকে পেতে থাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চৌকস দলটি ট্রাকের গতিবিধি অনুসরণ করে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে মির্জাপুর বাস টার্মিনাল সংলগ্ন মেসার্স
এম এ মোটরস-এর সামনে ট্রাকটি আটক করা হয়। গাঁজা সহ আটককৃত ট্রাক চালক কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গোপালপুর গ্রামের মোহাম্মদ পলাশ সরকারের ছেলে মোঃ বাহার উদ্দিন সজীব (৩০)উত্তর ট্রাকের হেল্পার কুমিল্লা জেলার বরুড়া উপজেলার সোনাপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মোঃ শাকিল হোসেন (২৬)। উদ্ধারকৃত ৬২ কেজি গাঁজার আনুমানিক মূল্য দেখানো হয়েছে ১৮ লক্ষ ৬০ হাজার টাকা।
৬২ কেজি গাঁজা ও ১ টি ট্রাক সহ আটককৃত ২জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণির ১৯ (গ), ৩৮, ৪১ ধারায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।এবং আসামিদের কোর্টের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box
advertisement

Posted ৪:৫১ অপরাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com