
মোস্তাফিজার রহমান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে ১৩ টি উপজেলার পুজা মন্ডপে ৮০৪৬ জন আনসার ও ভিডিপি সদস্যদের নজর দারিতে পূজা উৎসব পালিত। সারাদেশে আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন হচ্ছে। এই আনন্দমুখর পরিবেশে শারদীয় দূর্গোৎসবের দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে, সরকার বিভিন্ন নিরাপত্তা বাহিনীকে বিভিন্ন ভাবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করেছেন। এরই অংশ হিসেবে দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় ১২৫৯ টি পুজা মন্ডপে ৮০৪৬ জন আনসার ও ভিডিপি সদস্য/ সদস্যা মোতায়েন করা হয়েছে। পূজা মন্ডপে এ সকল দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ পুজা মন্ডপে ৮ জন,গুরুত্বপূর্ণ পুজা মন্ডপে ৬ জন ও সাধারণ মন্ডপে ৬ জন করে আনসার ও ভিডিপি সদস্য/ সদস্যা মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে দিনাজপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান (পিভিএম) বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ হতে পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য সদস্যদের উপর অর্পিত দায়িত্ব ও নিষ্ঠার সাথে পালন করছেন। আগামী ২ অক্টোবর ২০২৫ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এখনো পর্যন্ত আমার জানা মতে দিনাজপুর ১৩ টি উপজেলার কোন পূজা মন্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবারে শারদীয় দূর্গা উৎসবে প্রতিটি পূজা মন্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি অনেকটাই বেশি সবাই আনন্দের সাথে মিলে মিশে উৎসব পালন করছেন। এবং আমাদের সদস্যরা কঠোর নজরদারিতে পূজা মন্ডপে দায়িত্ব পালন করতেছেন।