মো.আরফান আলী : ঠাকূরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ভোমরাদহ মৌজার অন্তর্গত “ ভোমরাদহ আশ্রয়ণ প্রকল্প” প্রকল্পবাসীর একমাত্র রাস্তা টি বন্ধ হওয়ায় গত ৯ সেপ্টেম্বর পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে গণ অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাজায়, আশ্রয়ণ প্রকল্প রাস্তা চলাচল বন্ধ কারী ভোমরাদহ(চিলাছাপা) বাসিন্দা মৃত আব্দুস ছেলে মো.মুক্তারুল ইসলামের পার্শ্ববর্তী জমি হওয়ায় মূল সড়ক থেকে আশ্রয়ণ প্রকল্প টি প্রায় ৫০ মিটার দূরত্ব কারণে পথচারীদের চলাচল বন্ধ করে দেয়। এতে আশ্রয়ণবাসী চরম বিপাকে পড়ে, এই আশ্রয়ণবাসী ১৮ টি পরিবার বসবাস করে।
অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে ছুটে আসেন মানবতার সেবক পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, সন্ধা ৬ টার সময় সমস্যা নিরসন করে আশ্রয়ণ বাসীর জন্য ৩ ফিট রাস্তা চলাচলের জন্য ব্যবস্থা করেণ। এসম উপস্থিত ছিলেন অব:সর প্রাপ্ত অধ্যক্ষ করিমুল ইসলাম, অবসর প্রাপ্ত প্রভাষক হাসান আলী, ইউপি সদস্য মোতাহার হোসেন, সার্ভেয়ার করিম প্রমুখ।
Posted ৯:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta