আজ, Saturday


৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

পঞ্চগড়ে আগেভাগেই দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, বাড়ছে পর্যটকদের আনাগোনা

শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
পঞ্চগড়ে আগেভাগেই দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, বাড়ছে পর্যটকদের আনাগোনা
সংবাদটি শেয়ার করুন....

আশিকুর রহমান রনি : সাধারণত শীত মৌসুমে খালি চোখে দেখা যায় বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এবার তা আগেভাগেই দেখা যাচ্ছে জেলার বিভিন্ন স্থান থেকে।

সবচেয়ে পরিষ্কার ও চমকপ্রদ দৃশ্য দেখা যাচ্ছে তেঁতুলিয়া ডাকবাংলোর মহানন্দা নদীর তীর থেকে। ভোরবেলা সূর্যের প্রথম আলো কিংবা শেষ বিকেলের রোদে বরফে মোড়া পর্বতের সৌন্দর্য যেন চোখে প্রশান্তি এনে দেয়। পর্যটকরা বলছেন, এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা সত্যিই অনন্য এক অভিজ্ঞতা।

শীতকাল আগমনের আগেই এই দৃশ্য অবলোকনের সুযোগ নিতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। আবাসিক হোটেল, রিসোর্টগুলোতে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মূলত শীতকালে পর্যটন শিল্প প্রানবন্ত হয়ে ওঠে, যা এবার আগেভাগেই শুরু হতে যাচ্ছে।

পঞ্চগড় জেলার বিভিন্ন দর্শনীয় স্থান যেমন বাংলাবান্ধা জিরো পয়েন্ট, চা বাগান, আনন্দধারা ও নদীর তীরবর্তী প্রকৃতি পর্যটকদের আরও আকর্ষণ করছে। এ সময় অনেক পর্যটক প্রকৃতির সঙ্গে মিলেমিশে সময় কাটাচ্ছেন এবং ছবি তোলার সুযোগ নিচ্ছেন।

স্থানীয়রা জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য শুধু সৌন্দর্য প্রদর্শন করছে না, বরং পর্যটন ও স্থানীয় ব্যবসার প্রসারেও সহায়ক ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পর্যটন সুবিধা ও অবকাঠামো আরও উন্নত করলে তেঁতুলিয়া আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হতে পারে।

স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন, আগামী দিনেগুলোতে আরও বেশি মানুষ এ সৌন্দর্য উপভোগ করতে আসবেন। শীতকাল আগমনের আগে এমন দৃশ্য দর্শন পঞ্চগড়কে নতুনভাবে পর্যটন মানচিত্রে তুলে ধরেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com