আশিকুর রহমান রনি : পঞ্চগড় জেলা সদরের কামাত কাজলদিঘী ইউনিয়নের কুচিয়া মোড় বাজার এলাকা সংলগ্ন নদীতে পানির তীব্র স্রোতে ভেঙ্গে যাওয়া সেতুর পাশে অস্থায়ীভাবে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। ভেঙ্গে যাওয়া সেতুর কারণে স্থানীয় জনগণের যাতায়াতের ক্ষেত্রে বেশ কয়েকদিন ধরেই ভোগান্তি তৈরি হচ্ছিল। বিশেষ করে ব্যবসায়ী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জন্য ছিল এটি বড় সমস্যা। এছাড়া মূমূর্ষ রোগীদের চিকিৎসা গ্রহণ করতে জেলা শহরে যাওয়াও হয়ে পড়েছিল বেশ জটিল।
জনসাধারণের এরুপ ভোগান্তির কথা চিন্তা করে সম্প্রতি স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে, ভেঙ্গে যাওয়া সেতুর পাশে অস্থায়ীভাবে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে, যা সাময়িকভাবে জনসাধারণের যাতায়াতের সমস্যা কিছুটা কমাতে সাহায্য করেছে। এই কাঠের সেতু নির্মাণের ফলে এলাকার জনগণ কিছুটা স্বস্তি পেয়েছে, তবে পুরোপুরি সমস্যার সমাধানের জন্য স্থায়ীভাবে পুনরায় সেতু নির্মাণের প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।
Posted ১০:১২ অপরাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta