দিনাজপুরে বীরগঞ্জ উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অপর এক শিশু এখনো নিখোঁজ রয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মাধবের ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিখোঁজ শিশুরা হলেন কাহারোল উপজেলার মুর্শিদপুর এছাড়পাড়া গ্রামের রাজ্জাক হোসেনের মেয়ে রুকাইয়া আক্তার (১৩) ও আলমগীর হোসেনের মেয়ে আলিফ নুর (১২)।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায় ,সকালে বাড়ির পাশের নদীতে চার শিশু একসাথে গোসল করতে নামে। এ সময় রুকাইয়া ও আলিফ পানির স্রোতে ভেসে যায়। অন্য দুইজন কোনো মতে তীরে উঠতে পারলেও দুই শিশু পানিতে তলিয়ে যায়।খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন এবং তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে অবগত করা হলে ফায়ার সার্ভিস এসে দুপুর ২ টার দিকে রংপুরের ডুবুরি দল রুকাইয়া আক্তারের মরদেহ উদ্ধার করে। তবে অপর শিশু আলিফ নুরের এখনো কোনো খোঁজ মেলেনি।স্থানীয় বাসিন্দারা বলেন,নদীতে গোসল করতে নেমেছিল চার শিশু। কিন্তু তাদের দুইজনের সাঁতার জানা ছিল না। সম্ভবত গভীর পানিতে চলে যাওয়ায় তারা উঠতে পারেননি এ কারণে তারা তলিয়ে যায়। স্থানীয়রা আরো বলেন, এ ঘটনা জানতে পেরে আমরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেই তারা এসে উদ্ধার অভিযান শুরু করে। আশা করছি নিখোঁজ শিশুটিকেও উদ্ধার করা সম্ভব হবে।এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, এ ঘটনায় আপনারা কাহারোল থানায় ফোন দেন।এ বিষয়ে কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। এ পর্যন্ত দুজন নিখোঁজের মধ্যে একজনকে পাওয়া গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আমরা মরদেহ হস্তান্তর করেছি। আরেকজনকে খুঁজে পাওয়ার জন্য উদ্ধার কাজ অব্যাহত আছে। শিশুদের পরিবারে চলছে কান্নার রোল,স্বজনরা নদীর পাড়ে বসে প্রার্থনা করছেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের ছায়া।
Posted ৮:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta