আজ, Sunday


৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সেতাবগঞ্জ ষ্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস যাত্রা বিরতির দাবীতে অবরোধ

শনিবার, ৩০ আগস্ট ২০২৫
সেতাবগঞ্জ ষ্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস যাত্রা বিরতির দাবীতে অবরোধ
সংবাদটি শেয়ার করুন....

মো. আরফান আলী : দিনাজপূর জেলার বোচাগঞ্জ উপজেলা ব্যবসা বান্ধব একটি উপজেলা। এখানে ঐতিহ্যবাহী সেতাবগঞ্জ চিনিকল, অর্ধশতাধীক অটো রাইস মিল, গোরু, ছাগল ও ধান চাল ক্রয়-বিক্রয়ের বিশালহাটসহ বিভিন্ন ভাবে বোচাগঞ্জ একটি প্রসিদ্ধ উপজেলা। অথচ এখানে পঞ্চগর এক্সপ্রেস ট্রেনটির কোন যাত্রা বিরতি নেই। তাই, বোচাগঞ্জের বুকের উপর দিয়ে চলাচল কারী পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপেক্সের যাত্রা বিরতির দাবীতে সেতাগবঞ্জ রেলস্টেশনে মানববন্ধন ও অবরোধ কর্মসূচী পালন করেছে বোচাগঞ্জবাসী।

৩০ আগষ্ট শনিবার দুপূর ১টায় সেতাবগঞ্জ রেলষ্টেশনে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচীতে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির সভাপতি মো. মাইনুল ইসলাম বুলু, সাধারণ সম্পদাক এমওয়ালী ফ্লাড, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওশাদ আলী, সাবেক ভাইস চেয়ারম্যান রেদওয়ানুল করিম রাবিদ, এনসিপির প্রধান সমন্বয়ক মো. তাফসির, নজরুল ইসলাম নজু, শাহ এসফাকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সেতাবগঞ্জ একটি ব্যবসায়ী ও শিল্প এলাকা পাশাপাশি কাহারোল, বিরল ও পীরগঞ্জ উপজেলার আংশিক মানুষ এই ষ্টেশন দিয়ে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। এজন্য পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সাময়কি যাত্রাবিরতি প্রয়োজন। তাই অনতি বিলম্বে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি কয়েক মিনিটের জন্য হলেও সেতাবগঞ্জ রেলষ্টেশনে যাত্রাবিরতির জন্য জোর দাবী জানিয়ে রেল উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বোচাগঞ্জ বাসী উক্ত দাবী পুরনে সকল স্তুরের রেল ও প্রশাসনিক কর্মকর্তার প্রতি আহবান জানান। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৭ অপরাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com