মো. আরফান আলী : ঠাকূরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বেগুন গাঁও পয়েন্ধা বিশমাইল নামক বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলম এর যোগসাজশে রক্ষিত প্রায় পাঁচশ কেজি সরকারী শিক্ষার্থীদের বিতরণ কৃত বিভিন্ন শ্রেণীর পাঠ্য পুস্তক গোপনে বিক্রি করা হয় ।
যার ফলে বৃহস্পতিবার ২৮ আগষ্ট তারিখে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেণ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন জন অভিভাবক। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে সংবাদ প্রকাশ হওয়ায় টনক নড়ে প্রশাসনের। এরপর ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এবং নেতৃত্বে একটি টিম অভিযানে নামে কিছু বই উদ্ধার করা হয়। যা ঘটনার সত্যতা খুঁজে পায়, বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি হওয়ায় প্রধান শিক্ষক আলম ও শহরের মাস্টার মোড়ে ভাঙরী দোকানী মালিক মানিক কে পুলিশ আটক করে থানায় সৌপর্দ করে। এর সাথে জড়িত ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ: সালামকে আটক করতে পারেনি। এ ঘটনায় সরকারী সম্পদ গোপনে বিক্রয় করে অর্থ আত্মসাতের দায়ে রাত ৯ ঘটিকার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ বাদী হয়ে তিন জনের নামে আসামী করে থানায় মামলা দায়ের করেণ।
উল্লেখ্য : যে বিপিবি উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষকের বিরুদ্ধ ইতিপূর্বে অর্ধ বার্ষিক পরীক্ষা অংশ গ্রহণ কারী শিক্ষার্থীদের কাছ থকে অতিরিক্ত ফি ও সেশন চার্জ নেওয়ার দায়ে শিক্ষক অপসারণ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দাখিল করা হয়েছিল।
Posted ৯:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta