মো. আরফান আলী : বাংলাদেশ বর্ডার গার্ড ৪২ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ০৬ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ০৫৫০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি এর টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। ঠাকূরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৮/৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেতরাপাড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় বলে জানা
Posted ৬:৩১ অপরাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta