মো. আরফান আলী: দিনাজপূর জেলার কাহারোল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের মিছিলের চেষ্টাকালে ০২ জন ছাত্রলীগ কর্মী গ্রেফতার।দিনাজপূর জেলায় অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট তল্লাশি ও টহল ডিউটি জোরদারের ফলে ০১ আগষ্ট কাহারোল থানা এলাকায় চেকপোস্ট তল্লাশি ও টহল ডিউটি চলাকালে পুলিশের টহল দলের সদস্যরা মুখে গামছা, মাস্ক পরিহিত বেশ কিছু সংখ্যক লোকের ০১টি দল কে দেখতে পায় ও সন্দেহ হয়।
গ্রেফতারকৃত ০২ জনের কাছে আওয়ামী লীগের বাণী সম্বলিত ০১টি ব্যানার, ১টি মোটরসাইকেল, ৪টি মোবাইলফোন, ১টি স্টুডেন আইডি কার্ড পাওয়া যায়। জিজ্ঞাসাবাদকালে জানা যায় যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে ঝটিকা মিছিল বের করার উদ্দেশ্যে তারা সকলে একত্রিত হয়েছিল।এ ব্যাপারে দিনাজপূর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন জানিয়েছেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta