আজ, বৃহস্পতিবার


১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সুন্দরগঞ্জে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির চেক পেলো ১৫০ জন নারী

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
সুন্দরগঞ্জে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির চেক পেলো ১৫০ জন নারী
সংবাদটি শেয়ার করুন....
বিপুল ইসলাম আকাশ,গাইবান্ধ প্রতিনিধিঃ 
গাইবান্ধা সুন্দরগঞ্জে ১’শ ৫০জন জন নারী কর্মীদের মাঝে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ শীর্ষক প্রকল্পের (আরইআরএমপি-৩) নারী কর্মীদের জমাকৃত সঞ্চয়ী ১ কোটি ৬৪ লক্ষ ২৮ হাজার টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক নারী কর্মীকে ১ লক্ষ ১২ হাজার ৬’শ ৫০ টাকার চেক প্রদান করা হয়। চেক ও সনদপত্র বিতরণ করা অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মান্নাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তরিকুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন , উক্ত প্রকল্পের এলজিইডি গাইবান্ধা জেলার ট্রেনিং অফিসার আনিসুর রহমান সহ উপজেলার প্রকৌশলী অফিসে কর্মরত প্রকৌশলীগণ ও পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের নারী কর্মীরা । উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মান্নার বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে আরইআরএমপি-৩ প্রকল্পটি ২০২০ সালের অক্টোবর মাসে শুরু হয়ে চলতি বছরের জুন মাসে শেষ হয়। সমাজের পিছিয়ে পড়া নারী, বিধবা বা নারী প্রধান পরিবারের দারিদ্র্য বিমোচনের লক্ষে আর্থ সামাজিক উন্নয়নে এই প্রকল্প পরিচালিত হয়। বছরব্যাপী রাস্তার রক্ষণাবেক্ষণ করা, বৃক্ষরোপন করা, নিজস্ব আয় বৃদ্ধির জন্য প্রদত্ত প্রশিক্ষনে অংশগ্রহন করা সহ তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরইআরএমপি-৩ প্রকল্পে কর্মীদের মাসের সকল বিবেচনায় ২৫০ টাকা হারে পারিশ্রমিক দেওয়ার পাশাপাশি দৈনিক ৮০ টাকা সঞ্চয় হিসেবে নির্বাহী প্রকৌশলীর সহিত যৌথ হিসাবে জমা করা হয়। প্রকল্প শেষে সঞ্চয়ের টাকা কর্মীদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া তিনি আরো বলেন, সুন্দরগঞ্জ উপজেলাকে সুন্দরভাবে সাজাতে এলজিইডির আওতায় ১৪৯০ মিটার ব্রিজসহ বিভিন্ন সংযোগ সড়কের কাজ চলমান রয়েছে।
Facebook Comments Box
advertisement

Posted ১১:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com