আজ, Wednesday


২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বান্দরবানের বিতর্কিত ইউপি সদস্য হোসেন এর ক্ষমতা কোথায়! : জানতে চায় জনগণ

বুধবার, ২২ অক্টোবর ২০২৫
বান্দরবানের বিতর্কিত ইউপি সদস্য হোসেন এর ক্ষমতা কোথায়! : জানতে চায় জনগণ
সংবাদটি শেয়ার করুন....

মোঃ আবু বক্কর সিদ্দিক : সূত্র ক্রাইম অনুসন্ধান বান্দরবান জেলার লামা উপজেলাধীন ৫ নং সরই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার হোসেন এর বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীর একাধিক অভিযোগ প্রসঙ্গে অনুসন্ধানে দেখা যায়। (১) গত ০৯/০৬/২০২২ ইং তারিখে বান্দরবান জেলা প্রশাসক বারবার একটি লেখিত অভিযোগ করেন রবিউল হোসেন অভিযোগে উল্লেখ করেন রবিউল হোসেন এর পিতা মাতার নাম ভাঙ্গিয়ে অবৈধ আর্থের বিনিময়ে রোহিঙ্গা নাগরিক কে বাংলাদেশি জম্ম নিবন্ধন সনদ প্রদান করেন অভিযোগক্ত মেম্বার হোসেন এরপর লামা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখিত জম্ম নিবন্ধন সনদ টি অনলাইন থেকে বাতিল করা হয়েছে

(২) এর পর গত ০৭/০৭/২০২২ ইং তারিখে মাইমুনা ১৩ বছরের এক পতোছারী মেয়েকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে মেম্বার মেয়ে টির পরিবারের আর্থিক দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে রিতিমত নির্যাতন করে যাচ্ছেন অভিযোগক্ত মেম্বার হোসেন এরপর মেয়ে টি প্রান ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়
(৩) এরপর গত ১৯/০৮/২০২২ ইং তারিখে আমতলী পাড়া জামে মসজিদের জুম্মার নামাজের সময় ইমাম সাহেব খুৎবাহ ঘুষ এবং সুদের ব্যাখ্যা দেয়া মাত্রই মেম্বার হোসেন ইমাম সাহেবের হাত থেকে খুৎবাহ কেরে নিয়ে নামাজী মুসল্লিদের সামনে খুৎবাহ উপরে ফেলে এ ঘটনায় স্থানীয় কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়িতে লেখিত অভিযোগ করেন উক্ত মসজিদের ইমাম এর পর মেম্বার হোসেন ক্ষিপ্ত হয়ে ইমাম সাহেব কে চাকরি শ্রুত করা হয়

(৪) এ সকল ঘটনার প্রতিবাদ করায় গত ০৯/০৮/২০২২ ইং তারিখে প্রতিবাদ কারীর বিরুদ্ধে লামা থানায় একটি মিথ্যা অভিযোগ করেন অভিযোগক্ত মেম্বার হোসেন।

(৫) এরপর বান্দরবান জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে পিতার বিরুদ্ধে মামলা দায়ের করেন অভিযোগক্ত মেম্বার হোসেন এর মেয়ে সাদিয়া সুলতানা পিটিশন মামলা নং ৭৭/২০২৩ রুজু করেন মেম্বার হোসেন এর মেয়ে সাদিয়া সুলতানা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করে সাদিয়া সুলতানার পিতা মেম্বার হোসেন কে আসামি করে মামলা করেছেন পিতার বিরুদ্ধে পিতার কাছে নিজের মেয়ে ধর্ষিত হয় মর্মে অভিযোগে উল্লেখ করেন মামলার বাদী সাদিয়া সুলতানা উক্ত মামলায় আদালত পিবিআই কে তদন্তের নির্দেশ দেন তদন্ত চলাকালে অভিযোগক্ত মেম্বার হোসেন পেচিষ্ট স্বৈরাচার আওয়ামী লীগের ক্ষমতার দাপটে মামলার তদন্ত কর্মকর্তা কে মেনেজ করে তদন্ত রিপোর্ট নিজের করে নেয় অভিযোগক্ত মেম্বার হোসেন

(৬) এছাড়াও মেম্বার হোসেন সরকারী ঘর দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিভিন্ন গ্ৰামের জনগণ থেকে উক্ত বিষয়ে সংবাদ প্রকাশের পর অনেকের টাকা ফেরত দিয়েছেন অভিযোগক্ত মেম্বার হোসেন

(৭) অভিযোগ স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতার দাপটে সরকারী রিজার্ভ ভুমি জবদ দখল করে অভিযোগক্ত মেম্বার হোসেন এ বিষয়ে জানতে ডলু সরি বন ভিট কর্মকর্তা আব্দুল করিম কে প্রশ্ন করা হলে তিনি জানান সরকারি রিজার্ভ ভুমি জবদ দখল প্রসঙ্গে আদাতে মামলা দায়ের করা হয়েছে নতুন করে গাছ কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ভিট কর্মকর্তা আব্দুল করিম

(৮) এ ছাড়াও অভিযোগক্ত মেম্বার হোসেন অবৈধ ক্ষমতা বেবহার করে হোসেন এর ভাই বোন এর পৌতৃক সম্পত্তি জোর পূর্বক জবদ দখল করে এবং দখল কৃত জমির উপর অবৈধ ভাবে বালু উত্তোলন করে জায়গা টি চাষাবাদ অনপযুগী করে যাচ্ছেন অভিযোগক্ত মেম্বার হোসেন বলেছেন মেম্বার হোসেন এর বড় ভাই মাওলানা আব্দুল হামিদ

(৯) এরপর অভিযোগ অবৈধ অর্থের বিনিময়ে সরকারী বিড ব্লিউবি কার্ডের সুবিধা দিচ্ছে বহিরাগত এনআইডি কে এনিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আলোরন সৃষ্টি হয় শুরু হয় আলোচনা ও সমালোচনা

এদিকে স্থানীয়রা জানান পেচিষ্ট স্বৈরাচার আওয়ামী লীগের দৌসর থাতী লীগের সভাপতি অভিযোগক্ত মেম্বার হোসেন এর অনিয়ম দুর্নীতি চরিত্র হিন অবৈধ ভোটের প্রতিনিধির অবিলম্বে অপসারণ করার জোর দাবি জানান স্থানীয়রা স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আরো জানান গত (৫) আগষ্ট স্বৈরাচার আওয়ামী লীগের পতন হলেও মেম্বার হোসেন এর পতন হয়নি ক্ষমতার দাপট দিনের পর দিন বেড়েই চলেছে জনগণ জানতে চায় মেম্বার হোসেন এর ক্ষমতার রহস্য কি

এ বিষয়ে সরই ইউনিয়নের নিযুক্ত প্রসাশক মোঃ আশ্রারাফুজ্জামান কে প্রশ্ন করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান বিতর্কিত ইউপি সদস্য মেম্বার হোসেন এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫০ অপরাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com