
জুলফিকার বিন হোসাইন – স্টাফ রিপোর্টার, কক্সবাজার :
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে কর্মী সম্মেলন শুক্রবার (৬ সেপ্টেম্বর) মগবাজার মহিলা মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা নুরুল হোসাইন ও ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মুহাম্মদ জামাল হোছাইন। বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পেকুয়া আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত একটি পরিকল্পিত আধুনিক সমাজ বিনির্মাণ তথা চকরিয়া-পেকুয়া গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
৬নং ওয়ার্ড জামায়াতের মগবাজার ইউনিট সভাপতি আতিকুর রহমান ও ইউনিট সভাপতি তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান, চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড সভাপতি সৈয়দ মুহাম্মদ রাসেল, চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. নুরুন্নবী, ৮নং ওয়ার্ড সেক্রেটারি প্রভাষক মাহফুজুল করিম, ৫নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা ক্বারী এহসানুল হক, ৭নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা এহসানুল হক, ৯নং ওয়ার্ড সেক্রেটারি এহসানুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবুল হোসাইন আনসারী, চকরিয়া শহর শিবির নেতা ইবরাহিম ফারুক সিদ্দিকী সহ প্রমুখ।
এসময় জামায়াত ইসলামী ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।