মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সেনবাগের কানকিরহাট হাইস্কুল মার্কেটে ছাতারপাইয়া শাখার নিয়ন্ত্রাধীন, ওয়ান ব্যাংক এজেন্ট ব্যাংকিং (এজেন্টঃ সাকসেস টেলিকম) কার্যক্রমের শুভ উদ্বোধন বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন কার্যক্রম আরম্ভ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন, ওয়ান ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট: সাকসেস টেলিকমের স্বত্তাধিকারী মামুন আজাদ। এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের কো-অর্ডিনেটর মশিউর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ান ব্যাংক প্রধান শাখার কর্মকর্তা পলাশ চন্দ্র দাস , ২ নং কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন, কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাথ, সহকারী প্রধান শিক্ষক মোঃ মনোয়ারুল হক, ছাতারপাইয়া শাখার ম্যানেজার মাজহারুল ইসলাম, কক্সবাজার সিটি ব্যাংকের প্রভাষক গোলাম মোস্তফা মিঠু, প্রবাসী আমিন উদ্দিন আমান, সোনার বাংলা একাডেমির শিক্ষক আয়েশা আক্তার সহ প্রমুখ।এসময় কানকিরহাট বাজারের ব্যবসায়ী, ছাত্র সমাজ, ওয়ান ব্যাংকের শুভানুধ্যায়ী সহ স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে দোয়া পরিচালনা করেন, মাওলানা সাইফুল্লাহ মুনির।অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত ওয়ান ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন সম্পন্ন করা হয়।