আজ, সোমবার


৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সংবাদটি শেয়ার করুন....
জুলফিকার বিন হোসাইন 
স্টাফ রিপোর্টার, কক্সবাজার :
চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাণ হারায় তিনজন। তারা হলেন পালাকাটা ২ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল আলীর মেয়ে ২৬ বছর বয়সী রুবিদা আক্তার, চন্দনাইশের হাশিমপুর এলাকার কবির আহমেদের ছেলে ৩৫ বছর বয়সী বশির মিয়া ও লোহাগাড়া হামজারপাড়া এলাকার প্রয়াত নুরুল মিস্ত্রীর ছেলে ৪৫ বছর বয়সী আব্দুল শুক্কুর মুন্না।
চিরিংগা হাইওয়ে থানার এএসআই জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও চিরিংগা হাইওয়ে পুলিশ জানায়, হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনের এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে চকরিয়া থেকে লোহাগাড়ামুখী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। ওই সময় ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালকসহ দুজন নিহত হন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মাহবুব ভূইয়া বলেন, ‘আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ দুর্ঘটনায় নিহত হন তিনজন ও আহত হন ১২ জন। এ বিষয়ে আইনি ব্যবস্থা  প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box
advertisement

Posted ৯:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com