খন্দকার মোহাম্মদ হোসাইন, কক্সবাজার:
চকরিয়া টু মহেশখালী কে.বি জালাল উদ্দীন সড়ক জীপ মালিক গ্রুপের সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব সিরাজুল হক কোম্পানির ইন্তেকাল। সোমবার বেলা ২টায় দক্ষিণ বাটাখালি বাইতুচ্ছালাম জামে মসজিদের মাঠে মরহুমের ভাগিনা মুসা ইবনে হোসাইন বিপ্লবের ইমামতিতে জানাযার নামায অনুষ্ঠিত হয়েছে।
এতে জানাযা পুর্ব সমাবেশে আগত মুসল্লীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুল হক ছুট্ট, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আরিফুল কবির, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, সাবেক পৌর কাউন্সিলর ছৈয়দ আলম, (চকরিয়া-মহেশখালী) কে.বি জালাল উদ্দীন সড়ক জীপ মালিক সমিতির সাবেক সেক্রেটারী ও বিশিষ্ট শিক্ষাবিদ ফজলে এলাহি বুলু, মাওলানা আজিজুল হক। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে মুমিনুল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর আলী, সাংবাদিক বিএম হাবিব উল্লাহ, সাংবাদিক খন্দকার মোহাম্মদ হোসাইন, সাংবাদিক শাহারিয়ার মাহমুদ রিয়াদ, সাংবাদিক শাহাজালাল শাহেদ, সাংবাদিক ইউসুফ বিন হোসাইন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা নুরুজ্জামান আনসারী, মাওলানা মোহাম্মদ ছাবের, মাওলানা বেলাল উদ্দিন সিদ্দিকী, বিশিষ্ট রাজনীতিবিদ সাদ্দাম হোসেন মিটু, নাইমুল হক সিকদার প্রমুখ।
উল্লেখ মরহুম আলহাজ্ব সিরাজুল হক কোম্পানি (৬৫) চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার, ১১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি চকরিয়া পৌর ৫নং ওয়ার্ড উত্তর কাহারিয়াঘোনা খন্দকার পাড়া এলাকার বাসিন্দা, মরহুম খলিলুর রহমানের ২য় পুত্র এবং সামাজিক ভাবে মুবিনুল হকের পিতা নামে পরিচিত।
মরহুম আলহাজ্ব সিরাজুল হক কোম্পানি (চকরিয়া টু মহেশখালী) কে.বি জালাল উদ্দীন সড়কের পরিবহন মালিক সমিতির সাবেক তিনবারের নির্বাচিত কোষাধ্যক্ষ, লামা-আলীকদম সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, কারিতাস চকরিয়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং চকরিয়া থানা সেন্টারের সুনামধন্য বব্যসায়ী ছিলেন।
মৃত্যুকালে তিনি ৫পুত্র, ১কন্যা, স্ত্রী ও নাতিনাতনি-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।