জুলফিকার বিন হোসাইন স্টাফ রিপোর্টার, কক্সবাজার : চকরিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “চকরিয়া ব্লাড ডোনার’স সোসাইটি’র” ইফতার মাহফিল সম্পন্ন। শুক্রবার (২৯ মার্চ) পৌর শহরের ফুড টার্মিনাল রেষ্টুরেন্ট এন্ড কনভেনশন হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চকরিয়া ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মিনহাজ উদ্দিন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন এডমিন মিনারুল হক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা- বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন ভুট্টো, মোহাম্মদ জিয়া, আদ্ দোহা ইন্টারন্যাশনাল শাহ্ মজিদিয়া-রশিদিয়া হজ্জ কাফেলার পরিচালক আসহাব উদ্দিন আসাদ, চকরিয়া রেজিস্ট্রার অফিসের সিনিয়র দলিল লেখক জিয়াউদ্দিন বাবলু।
আরও উপস্থিত ছিলেন চকরিয়া ব্লাড ডোনার’স সোসাইটির এডমিন,মডারেটর, এবং সদস্য সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ রক্ত দাতা এবং শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন। এই সংগঠনের প্রতিষ্ঠা পরিচালক মিনহাজ উদ্দিন বলেন ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় সামাজিক ও মানবিক সংগঠন চকরিয়া ব্লাড ডোনার’স সোসাইটি। অত্র সংগঠনের মূল উদ্দেশ্য যুবকদের রক্ত সংশ্লিষ্ট বিষয়গুলো সঠিক ধারণা দেওয়া, মানুষের বিপদআপদে পাশে দাঁড়ানো ও মানবিক দক্ষ বিবেকবান সংগঠক তৈরিতে ভূমিকা রাখা। তাছাড়া আমাদের সমাজে বিত্তবানদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, ঐক্যবদ্ধতা ও সহযোগিতা থাকলে সমাজকে সুন্দর, গঠনশীল ও অসহায় হতদরিদ্র মুক্ত হওয়া। উক্ত অনুষ্ঠান চকরিয়া আন-নূর মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আব্দুল হামিদ নূরি দোয়া মধ্য দিয়ে অনুষ্টানের সমাপনী অধিবেশনে সম্পন্ন করেন।