মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সেনবাগের ৯ নং নবীপুর ইউনিয়নের নবীপুর নলদিয়া ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী সমাবেশ শনিবার বিকাল ৪ ঘটিকায় নবীপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলার আমির, মাওলানা ইয়াছিন করিম।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা নুরুল হুদা মিলন, ৯নং নবীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জিয়াউল হক বাবুল।
আয়োজিত কর্মী সমাবেশে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বহু নেতা কর্মী উপস্থিত ছিলেন।