আজ, রবিবার


১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সেনবাগে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
সেনবাগে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 
সংবাদটি শেয়ার করুন....
মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার সেনবাগে ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের সেলিম এর সঞ্চালনায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।  এ সময় বক্তব্য রাখেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসেন, উপজেলা ক্রীড়া শিক্ষকদের আহবায়ক কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শহীদুল আনোয়ার কামরুল। সাতার ,কাবাডি ও দাবা এই তিনটি ইভেন্টের প্রতিযোগিতার আয়োজন করা হয়। কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, রানার্সআপ হয়েছে কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়।দাবা প্রতিযোগিতায় বড় ছাত্রদের মধ্যে প্রথম হয় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র রাজ মজুমদার, বড়  ছাত্রীদের মধ্যে প্রথম হয় সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী নূর এ জান্নাত। মধ্যম ছাত্রদের দাবা খেলায় প্রথম হয়েছে জয়নগর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র সাইফ ইসলাম আদনান, মধ্যম ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্রী সাবিনা ইয়াসমিন আক্তার।১০০ মিটার প্রজাপতি সাতার প্রতিযোগিতায় প্রথম হয়েছে সেনবাগ ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র এয়াসিন আরাফাত এবং ৫০ মিটার সাতার প্রতিযোগিতায় প্রথম হয়েছে কাদরা বালিকা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী মর্জিনা আক্তার।
আয়োজিত অনুষ্ঠানে সেনবাগ উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং ক্রীড়া শিক্ষক ও প্রতিযোগিতা পরিচালকগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
advertisement

Posted ২:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com