আজ, Saturday


২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

শিক্ষাব্যবস্থায় সঠিক কারিকুলাম তৈরিতে কাজ করছে বিএনপি: তারেক রহমান

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিক্ষাব্যবস্থায় সঠিক কারিকুলাম তৈরিতে কাজ করছে বিএনপি: তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বিএনপি এরই মধ্যে জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছে। শিক্ষাব্যবস্থায় সঠিক কারিকুলাম তৈরির লক্ষ্যে বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে শনিবার (২৫ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ক মেধা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বিএনপি এরই মধ্যে জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছে। এরই অংশ হিসেবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাবিদদের একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি। যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। তিনি বলেন, খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন ৮০টির বেশি স্কুল-মাদ্রাসার এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে। আজকের তথ্য প্রযুক্তির যুগে অনেকের হাতে স্মার্ট ফোন বা ট্যাবলেট রয়েছে। এগুলি দেখে অহেতুক সময়ের অপচয় হয়। এ থেকে সতর্ক থাকতে হবে। আজকে যারা তরুণ মেধাবী, তারাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, আজকে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য যে প্রত্যাশা, সেটা হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, সেই সংস্কারের রূপরেখা প্রায় আড়াই বছর আগে বিএনপি দিয়েছিল। কাজেই বিএনপিকে সংস্কার শেখাতে হবে না। বিএনপি সংস্কারে বিশ্বাস করে। জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, চেয়ারপারসনের শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন, প্রেস উইংয়ের সদস্য সায়রুল কবির খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক পাবলিক প্রসিকিউটর জালাল উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪০ অপরাহ্ণ | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com