স্টাফ রিপোর্টার : আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় ইতালির উদিন শহরে উয়েফা সুপার কাপে ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা।নিজেদের ইতিহাসে সেরা মৌসুম কাটানোর পর আরেকটি মৌসুম শুরু করতে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং শুরুতেই তাদের সামনে শিরোপা জয়ের হাতছানি। আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় ইতালির উদিন শহরে উয়েফা সুপার কাপে ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা। ফরাসি জায়ান্টরা গত মৌসুমে ট্রেবল জয় করে, যার মধ্যে রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও। যদিও গত মাসে তারা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে ৩-০ গোলে হেরে যায়। এবার উয়েফা সুপার কাপে সামনে লন্ডনের আরেক ক্লাব টটেনহ্যাম।
একঝাঁক তরুণ নিয়ে গত মৌসুমে অবিশ্বাস্য ফুটবল খেলেছে পিএসজি, যাদের গতি আর প্রেসিং ফুটবলের কাছে নাজেহাল হয় প্রায় প্রতিটি দল। তখনই অনেকে বলছিলেন, এই দলটি আগামী কয়েকটি বছর কর্তৃত্ব করবে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করা দলটি ক্লাব বিশ্বকাপ ফাইনালে হারলেও হাল ছাড়ছে না। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই হারটিকে নিছকই একটি ‘দুর্ঘটনা’ হিসেবে দেখছে তারা। ওই আসরেই তারা রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে দেয়, জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখও তাদের সামনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। পিএসজির সামনে এক বর্ষপঞ্জিতে ছয়টি শিরোপা জেতার রেকর্ডে ভাগ বসানোর সুযোগ এসেছে। চেলসির কাছে না হারলে রেকর্ডটা নিজেদের করে নেয়ার সুযোগ ছিল তাদের জন্য। এরই মধ্যে তারা জিতেছে চারটি শিরোপা। আজ জিতলে শিরোপা হবে পাঁচটি। এরপর ষষ্ঠ শিরোপার হাতছানি। ডিসেম্বরে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে তারা মুখোমুখি হবে ফিফা চ্যালেঞ্জার কাপের বিজয়ী দলের। দুটি দলের এক পঞ্জিকাবর্ষে ছয়টি শিরোপা জয়ের রেকর্ড আছে। ২০০৯ সালে বার্সেলোনা ও ২০২০ সালে বায়ার্ন মিউনিখ ছয়টি শিরোপা জিতেছিল।
Posted ৯:০৮ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta