স্পোর্টস ডেস্ক: বিপিএলে আজকে দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে তেমন সুবিধা করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। ৪ উইকেট হারিয়ে ১৩৭ রানেই থামে তাদের ইনিংস।
ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খেতে হয় শান্ত-মিঠুনকে। দ্বিতীয় ওভারে বিলাল খানের ওভারে লেগ বিফোর উইকেট এবং বোল্ডের শিকার হন সিলেটের দুই ওপেনার।
এরপর হ্যারি টেক্টর ও জাকির হাসানের ব্যাটে ভর করে রানের খাতা সচল রাখে সিলেট। তবে চট্টগ্রামের বোলারদের ভালো বোলিং এবং ফিল্ডিংয়ের সুবাদে রান সংখ্যা বড় করতে পারেননি কেউই। ১৩৭ রানে থেমে যেতে হয় সিলেটকে। চট্টগ্রামের হয়ে তিনটি উইকেট শিকার করেছেন বিলাল খান।
রান তাড়ার লক্ষ্যে ব্যাট হাতে শুরুটা ভালই করেছে চট্টগ্রাম। শুরুতে এক উইকেট হারালেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২৯ রান।
Posted ১০:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta