স্পোর্টস ডেস্ক: টসে জিতে শুরুতে ব্যাটিং করে দুর্দান্ত ঢাকাকে ১৯০ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ফরচুল বরিশাল। যেই রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে ১৪৯ রানেই থামল তাসকিনের দলের ইনিংস। এই হারের পর আর কোনো সমীকরণেই প্লে-অফে খেলার সম্ভাবনা নেই ঢাকার। অপরদিকে সেরা চারের দৌড়ে টিকে থাকল তামিমের দল।
এদিন ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও দলীয় নৈপুণ্যে বড় সংগ্রহের দেখা পায় ফরচুন বরিশাল। মাহমুদউল্লাহ ৭৩ ও সৌম্য খেলেন অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত ইনিংস। যার ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রানের বড় পুঁজি পায় তারা।
জবাবে ব্যাট করতে নেমে শুধু হতাশই হতে হয়েছে ঢাকার ক্রিকেটারদের। দুর্দান্ত ঢাকার এবারের আসরটা ‘দুর্দান্ত’ কাটেনি। আজকের ম্যাচেও একের পর এক ব্যাটার সাজঘরের পথ ধরেছেন। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছেন অ্যালেক্স রস। এছাড়া কেউই আর রানের খাতা বড় করতে পারেননি। ফলে ৪০ রানের পরাজয় হজম করতে হলো স্বাগতিকদের।
এই জয়ের পর ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্টের সঙ্গে খুলনা টাইগার্সকে টপকে টেবিলের চতুর্থ স্থানে উঠে এলো ফরচুন বরিশাল। অপরদিকে ৯ ম্যাচে মাত্র একটিতে জয়ের দেখা পেয়ে টেবিলের তলানিতে ঢাকা।
Posted ৩:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta