ক্রীড়া প্রতিনিধি: বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ টেবিলের তলানির দুই দলের লড়াই। সিলেট স্ট্রাইকার্স পাঁচ ম্যাচের সবগুলোতেই হেরে টেবিলের সাত নম্বরে। আর দুর্দান্ত ঢাকা চার ম্যাচের তিনটি জিতে রয়েছে টেবিলের ছয় নম্বরে। এই দুই দল আজ মুখোমুখি হয়েছে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং বেছে নিয়েছে দুর্দান্ত ঢাকা। ব্যাট করতে নেমে সিলেট এ প্রতিবেদন লেখার সময় প্রথম ওভারে এক উইকেট হারিয়ে তুলেছে ১ রান।
প্রথম ওভারের পঞ্চম বলে শামসুর রহমানকে বোল্ড করেন পেস বোলার শরিফুল ইসলাম। সিলেটের টানা পাঁচ হারের পর অবশেষে সরে দাঁড়িয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার জায়গায় আজ সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আর মাশরাফির জায়গায় একাদশে জায়গা নিয়েছেন পেসার রেজাউর রহমান রাজা।
খুলনা টাইগার্স চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে, আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে।
Posted ৩:১০ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta