স্পোর্টস ডেস্ক : ব্যর্থতা যেন জোরেশোরেই আঁকড়ে ধরেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুই কাপ প্রতিযোগিতায় হারের পর এবার লিগ ম্যাচেও হারলো কাতালান ক্লাবটি। তাও আবার ৫ গোল খেয়ে। এতে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচে এটি বার্সার তৃতীয় হার।
বাইলাইন থেকে দলের এ অবস্থা যে মানতে পারছিলেন না জাভি তা বোঝা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে। এমনকি তার কথায় মিলছিল দল ছাড়ার আভাস এবার তা হলো পাকাপোক্ত। ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-৩ গোলে হারের পর সংবাদ সম্মেলনে ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন বার্সা কোচ জাভি। চলতি মৌসুম শেষেই আর বার্সার কোচ হিসেবে আর থাকছেন না সাবেক এই স্প্যানিশ তারকা ফুটবলার।
ম্যাচ শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে জাভি বলেন, ‘আগামী ৩০ জুনের পর আমি আর বার্সেলোনার কোচ থাকছি না। ক্লাবের ভালোর জন্য এই সিদ্ধান্ত। কেউ আমাকে বলেছিল, বার্সার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। তবে এটা অসম্ভব। বার্সায় এটা কখনো হবে না।’
এমন সিদ্ধান্তে দলের ব্যর্থতার সঙ্গে নিজের চাকরিক্ষেত্রেও সময়টা ভালো যাচ্ছেনা বলে জানান জাভি। এবং গণমাধ্যমের সমালচনাকেও দুষলেন তিনি। ‘এটা নির্মম চাকরি। সব সময় আপনার মনে হবে আপনি মূল্য পাচ্ছেন না৷ বাজে আচরণের শিকার হবেন। দেখবেন কীভাবে তারা (সংবাদমাধ্যম) আপনাকে শেষ করে দেয়। তারা আপনার সমালোচনা করে এবং সেটা আপনাকে আক্রান্ত করে। এটা সব বার্সা কোচের সঙ্গেই হয়ে থাকে। এবং শেষ পর্যন্ত এভাবেই ক্লাব ছেড়ে যেতে হয়।’
Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta