ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় জুয়া খেলার অভিযোগে শ্রমিকলীগ নেতাসহ গ্রেফতার-৪

নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২০ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় জুয়া খেলার অভিযোগে শ্রমিকলীগ নেতাসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ২জুন দুপুরে উপজেলার উত্তার চাঁত্রীশিরা গ্রাম থেকে জুয়ার আসর থেকে উপজেলা শ্রমিকলীগ নেতা মিন্টুসহ ৪ জুয়ারিকে গ্রেফতার করা হয়।
স্থানীয় ও আগৈলঝাড়া থানা পুলিশের এসআই মো. মোক্তার হোসেন সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার উত্তার চাঁত্রীশিরা গ্রামের মঙ্গলবার দুপুরে একদল যুবক আসর বসিয়ে জুয়া খেলছিলো। সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা শ্রমিকলীগ নেতা মো. মিঠু বক্তিয়ার (৩৫), চাঁত্রিশিরা গ্রামে মজিদ তালুকদারের ছেলে অহিদ তালুকদার (৩৬), সিরাজ বক্তিয়ারের ছেলে আকবর বক্তিয়ার (৩৮) ও পার্শবর্তী উপজেলা উজিরপুর উপজেলার সাতলা গ্রামের আব্দুল মোহম্মাদের বেপারীর ছেলে কামাল বেপারী (৪০) গ্রেফতার করে। ওই সময় জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে ।
এব্যাপারে আগৈঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, চার জনকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।