গণবার্তা স্পোর্টস : অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, দেশের ইতিহাসের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। অবশেষে সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করলেন তিনি নিজেই। অক্টোবরে অনুষ্ঠিতব্য বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই অধিনায়ক।
তবে সরাসরি সভাপতি পদে নির্বাচন করার সুযোগ নেই। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, প্রথমে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হয়, তারপরই সভাপতি হওয়ার পথ উন্মুক্ত হয়। তামিম ঠিক সেটিই করতে যাচ্ছেন।
এক শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন,’যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি না- এটি বলতে পারি, খুব ভালো সম্ভাবনা আছে। আমি এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে জড়িত আছি। ফলে কাউন্সিলর হবই।’
তামিমের এই ঘোষণার পর বোর্ডের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। অনেকেই মনে করছেন, তিনি শুধুমাত্র পরিচালক হিসেবে নয়, ভবিষ্যতে বিসিবির সভাপতি হিসেবেও নিজেকে দেখতে চান।
Posted ১:২৩ অপরাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta