স্টাফ রিপোর্টার : চলতি মৌসুমে এটি মায়ামির চতুর্থ হার, যার মধ্যে তিনটিই এসেছে তিন বা ততোধিক গোলে হেরে। এর মধ্যে মে মাসেও অরল্যান্ডোর কাছে বড় ব্যবধানে হেরেছিল তারা। কোচ হাভিয়ের মাচেরানোর জন্য বিষয়টি বড় দুশ্চিন্তার বিষয়, কারণ দলে মেসি না থাকলে জয়ের সম্ভাবনা যেন একেইবারেই ক্ষীণ হয়ে যাচ্ছে। রোববার রাতটা ইন্টার মায়ামির জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটি একতরফা আধিপত্য বিস্তার করে তুলে নিয়েছে ৪-১ গোলের জয় আর মেসিবিহীন মায়ামি যেন পুরো ম্যাচজুড়ে ছিল অসহায় দর্শক হয়ে।
ইনজুরির কারণে লিওনেল মেসি মাঠের বাইরে থাকায় মায়ামির আক্রমণভাগ হারায় ধার আর ডিফেন্স যেন ছিল ছিদ্রযুক্ত জাল! ম্যাচের প্রথম ৯০ সেকেন্ডেই লুইস মুরিয়েল গোল করে অরল্যান্ডোকে এগিয়ে দেন। সেখান থেকেই শুরু হয় ধ্বংসযজ্ঞ। মুরিয়েল ম্যাচে জোড়া গোল করেন, মার্কো পাশালিচ ৮৮তম মিনিটে সহজেই গোল পান আর মার্টিন ওহেদা করেন বাকি গোলটি।
মায়ামির পক্ষে মনে রাখার মতো একমাত্র মুহূর্ত আসে ইয়ানিক ব্রাইটের অসাধারণ এক দূরপাল্লার শটে। এতে মায়ামির মর্যাদা সামান্য রক্ষা পায়। বাকি পুরো সময় ম্যাচে অরল্যান্ডো আক্রমণ চালিয়ে গেছে, আর মায়ামির রক্ষণভাগ ছিল অসহায় ও দিশেহারা। চলতি মৌসুমে এটি মায়ামির চতুর্থ হার, যার মধ্যে তিনটিই এসেছে তিন বা ততোধিক গোলে হেরে। এর মধ্যে মে মাসেও অরল্যান্ডোর কাছে বড় ব্যবধানে হেরেছিল তারা। কোচ হাভিয়ের মাচেরানোর জন্য বিষয়টি বড় দুশ্চিন্তার বিষয়, কারণ দলে মেসি না থাকলে জয়ের সম্ভাবনা যেন একেইবারেই ক্ষীণ হয়ে যাচ্ছে। তিক্ত এই হারে শিক্ষা পেতে পারে মায়ামি— মেসি ছাড়া জয় পাওয়া এখনো অনেক দূরের পথ।
Posted ৯:১৬ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta