স্টাফ রিপোর্টার : এর আগে ১৯৯১, ১৯৯৫, ১৯৯৮, ২০০৩, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে কোপার শিরোপা জয় করে ব্রাজিল। তারা শুধু ২০০৬ সালে শিরোপা জিততে পারেনি।মেয়েদের কোপা আমেরিকা টুর্নামেন্টে একচ্ছত্র কর্তৃত্ব করে এসেছে ব্রাজিল। আগের নয়বারের আসরে আটবারই তারা চ্যাম্পিয়ন। একুয়ডরে চলমান দশম আসরের ফাইনালে উঠে নবম শিরোপার আশা জাগিয়েছে পেলের দেশের মেয়েরা। আজ বাংলাদেশ সময় সকালে দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। শনিবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, যারা প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে।
আমান্দা গুতেরেস জোড়া গোল করে ব্রাজিলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া ব্রাজিল কিংবদন্তি মার্তা, গিও গার্বেলিনি ও দুবিনহা একটি করে গোল করেন। উরুগুয়ে কোনো গোল করতে পারেনি। ব্রাজিলের ইসা হাসের করা আত্মঘাতী গোলটিই ‘উপহার’ হিসেবে পেয়েছে তারা।
এ নিয়ে টানা পঞ্চমবার ফাইনালে উঠল ব্রাজিলের মেয়েরা। এর আগে টানা চারবার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা ঘুরে তুলেছে তারা। শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় কোপার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।এর আগে ১৯৯১, ১৯৯৫, ১৯৯৮, ২০০৩, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে কোপার শিরোপা জয় করে ব্রাজিল। তারা শুধু ২০০৬ সালে শিরোপা জিততে পারেনি। সেবার কোপার শ্রেষ্ঠত্ব পায় আর্জেন্টিনার মেয়েরা। ওই আসরে ব্রাজিল রানার্সআপ ট্রফি পায়। তিন বছর আগের ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারায় ব্রাজিল।
Posted ৩:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta