আজ, বুধবার


১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের কাজ হচ্ছে জনগণের ম্যান্ডেট সঠিকভাবে তুলে ধরা: ইসি সানাউল্লাহ

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
আমাদের কাজ হচ্ছে জনগণের ম্যান্ডেট সঠিকভাবে তুলে ধরা: ইসি সানাউল্লাহ
সংবাদটি শেয়ার করুন....
মেহেদী হাসান সেতু, পঞ্চগড় প্রতিনিধি:
ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার  ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ। ২৭ জানুয়ারি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা হলরুমে নতুন ভোটার, তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, জনপ্রতিনিধি সহ নির্বাচন অফিসের কর্মরত কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ। এসময় তিনি ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে কর্মরত তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় করেন। এসময় প্রশ্নের জবাবে তিনি বলেন আগামী নির্বাচন ইভিএমে নয় ব্যালটে অনুষ্ঠিত হবে। আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করা। আগামী সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করেছি। যতদ্রুত সম্ভব নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে দেশ ও জাতীকে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। ইসি সানাউল্লাহ বলেন, বর্তমানে কোন রাজনৈতিক দল ক্ষমতায় নেই তাই নির্বাচন কমিশনের পক্ষপাত করার কোন সুযোগ নাই। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করার একমাত্র উপায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তথ্য সংগ্রহকারীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জন্মনিবন্ধন প্রতিবন্ধকতায় সংশ্লিষ্ট অফিস সমূহ বিশেষ নির্দেশনা দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। সর্বশেষ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেন, আমাদের কাজ হচ্ছে জনগণের ম্যান্ডেট সঠিকভাবে তুলে ধরা। মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, অফিসার ইনচার্জ, জনপ্রতিনিধিসহ প্রমুখ।
Facebook Comments Box
advertisement

Posted ৮:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com