আজ, Monday


২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

পার্বতীপুরে লটারি ও জুয়া বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সোমবার, ২৫ আগস্ট ২০২৫
পার্বতীপুরে লটারি ও জুয়া বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

ভ্রাম্যমাণ প্রতিনিধি : পার্বতীপুর ও বদরগঞ্জের মধ্যবর্তী খোলা হাটিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার ব্যানারে লটারি ও জুয়া বন্ধের দাবিতে পার্বতীপুরে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

২২ আগস্ট(শুক্রবার)বাদ জুমা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক সংগঠন রক্ত যোদ্ধার প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী নেতা ইরফান আহমেদের সঞ্চালনায় পার্বতীপুরের সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সেনাবাহিনীর দোহাই দিয়ে একটি মহল এই অঞ্চলের সাধারণ মানুষের টাকা লুটে নিতে চায়।এটা আমরা হতে দেব না,হতে দিতে পারি না।স্থানীয় প্রশাসন কখনোই এ ধরনের আইন বিরোধী কাজের অনুমতি দেয় নি-দেবেনা।নিষিদ্ধ লটারি ও জুয়ার বিরুদ্ধে অবস্থান নেয়ায় ইউএনও,থানা পুলিশ ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপস্থিত বক্তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইমামদের পক্ষে ইসলামপুর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই,মাওলানা আব্দুর রাজ্জাক,সাংবাদিকদের পক্ষে ভোরের কাগজের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল,নিরাপদ সড়ক চাই এর সভাপতি ও এশিয়ান টেলিভিশন প্রতিনিধি লিমন হায়দার,শিক্ষকদের পক্ষে তাসকির হোসাইন,যুবদল নেতা মোস্তাফিজুর রহমান ফিজার,বদরগঞ্জের অতিথি আব্দুল আজিজ,ওষুধ ব্যবসায়ী খন্দকার আশরাফুল ইসলাম ও রক্ত যোদ্ধা নয়ন ইসলাম।

সমাবেশ থেকে অনুষ্ঠানের আয়োজক সমাজসেবক ইরফান আহমেদ ঘোষণা করেন,আগামী ২৫ আগস্ট(মঙ্গলবার)এর মধ্যে উক্ত মেলা থেকে অবৈধ লটারি ও জুয়া বন্ধ করা না হলে মঙ্গলবার এর পর থেকে রক্ত দেয়া বন্ধ করা হবে।পাশাপাশি পার্বতীপুর টু খোলাহাটি লংমার্চ ঘোষণা করা হবে। বিক্ষোভ সমাবেশ শেষে শহরের প্রধান-প্রধান সড়কে একটি বিক্ষোভসহ রেলি অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com