মোস্তাফিজার রহমান, দিনাজপুর: দিনাজপুরে ডিএনসির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সদস্যরা। রবিবার দিনাজপুর পৌর শহরের পূর্ব দপ্তরী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুর রহমান-এর নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে,১০ আগষ্ট ২০২৫ রোববার দিনাজপুর পৌর শহরের ১১ নং ওয়ার্ডের পূর্ব দপ্তরীপাড়ার মৃত আব্দুস সালাম মুন্সী এর ছেলে মোঃ রানা (৩৬)-এর বাড়ির সামনে তার বড় ভাই মোঃ আমিনুল ইসলাম (৪০)-কে তল্লাশী করা হয়,এ সময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তায় ১৫ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৩৬০ পিস ইয়াবা যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা দেখানো হয়েছে।এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় ২০০৮ সালের ৩৬ (১) সরণির ১৯ (খ )১০(ক) ৪১ধারায় একটি মামলা অজু করা হয়েছে,মোঃ রানাকে পলাতক এবং মোঃ আমিনুল ইসলাম (৪০)-কে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।এ সময় তিনি বলেন চলমান মাদকবিরোধী অভিযানে দিনাজপুর পৌর শহরের দপ্তরি পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারি কে বিপুল পরিমাণ মাদকসহ আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার অজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Posted ৭:১২ অপরাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta