পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের হাটপাড়া ফাজিল মাদ্রাসা মাঠে হাটপাড়া নবজাগরণ ক্রীড়া সংঘের আয়োজনে ২ দিনব্যাপী “ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) পড়ন্ত বিকেলে সেমিফাইনাল পর্ব অতিক্রম করে ভাবির মোড় রাণীর ঘাট একাদশ ও নাফানগর ঝংকার ক্লাব ফাইনালে মুখোমুখী হয়।
মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রেখে ক্রীড়ার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এইফুটবল টুর্নামেন্টে, ঠাকূরগাঁও ও দিনাজপূর জেলার বিভিন্ন উপজেলার মোট ৮টি দল অংশ নেয়।
উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। ট্রাইব্রেকারে নাফানগর ঝংকার ক্লাব জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকূরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ঠাকূর গাঁও–৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জয়নাল আবেদীন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা সাবেক ভাইস- চেয়ারম্যান ও আল-হাসানা স্কুলের পরিচালক ইত্তেশান-উল-হক মীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাসিকুল ইসলাম, প্রধান শিক্ষক, পীরগঞ্জ সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, সামির উদ্দিন, প্রভাষক, হাটপাড়া কৃষি ডিপ্লোমা, আমিনুল ইসলাম, শিক্ষক, করনাই বালিকা উচ্চ বিদ্যালয়, ডা. রহমত আলী, সভাপতি, হাটপাড়া কৃষি ডিপ্লোমা, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, ঢাকা, জামাল উদ্দিন, রংপুর, ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুল জলিল, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক ও অসংখ্য ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের উচ্ছ্বাস।
Posted ৬:৩১ অপরাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta