আজ, Friday


৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

দিনাজপুরে জীবন মহল পার্কে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগ

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
দিনাজপুরে জীবন মহল পার্কে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগ
সংবাদটি শেয়ার করুন....

মোস্তাফিজার রহমান (দিনাজপুর) : দিনাজপুরে বিরল উপজেলায় কাঞ্চন মোড় অবস্থিত জীবন মহল নামে একটি বিনোদন পার্কে হামলা ও ভাঙচুর আগুনের ঘটনা ঘটেছে এ ঘটনায় সংবাদ কর্মী সহ আহত হয়েছে দুই পক্ষের লোকজন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার সময় দিনাজপুর কাঞ্চন মোড় সংলগ্ন জীবন মহল পার্কে এ ঘটনা ঘটে। জীবন মহল গ্রুপ এবং তৌহিদী জনতার গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষে সংবাদকর্মী সহ অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে দুটি মাইক্রোবাস ও ৫ সংবাদকর্মীর মোটরসাইকেল।

জানা গেছে,ওই বিনোদন পার্কে অসামাজিক ও ইসলাম বিরোধী কার্যকলাপের প্রতিবাদে সমাবেশ করে তৌহিদী জনতা। তৌহিদী জনতা সমাবেশে হামলার শিকার হলে,পাল্টা হামলার প্রতিবাদ করেন তৌহিদী জনতা। এ সময় বিনোদন পার্ক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।উল্লেখ্য এর আগে গত (১৭ আগস্ট) ওই পার্কে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দিনাজপুর জেলা প্রশাসন। এ সময় জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

অভিযানে দুজন নারী ও পাঁচজন পুরুষ সহ মোট ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও পার্কের মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরীকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়,এরই প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী (২৮আগস্ট) বিকালে পার্কের প্রধান ফটকে সেবক পার্টির ব্যানারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে জীবন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করেন তার জীবন চৌধুরীর অনুসারীরা।

এদিকে একই সময়ে জীবন মহল পার্কের প্রধান ফটকের সামনে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জীবন চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেন তৌহিদী জনতার সমর্থকরা।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায় ,দুপুর ২,৩০ মিনিটের সময় থেকে জীবন চৌধুরীর সমর্থকরা প্রতিবাদ সমাবেশ শুরু করে ছিলেন। তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বক্তব্য প্রদান করছিলেন। বেলা ৩ টায় তৌহিদী জনতার ব্যানারে সাত শতাধিক মানুষ বিভিন্ন দিক থেকে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় উভয়পক্ষে মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সুযোগে বিনোদন পার্কের অভ্যন্তরে প্রবেশ করে কিছু মালামাল লুটপাট করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তৌহিদী জনতার অনুসারীরা জীবন চৌধুরীর গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছিলেন। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নেন তারা।তৌহিদী জনতার পক্ষে মাওলানা হাফিজুর রহমান বলেন,‘জীবন চৌধুরীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে জীবন মহলে অসামাজিক কাজ ও দরবার শরিফের নামে ইসলাম বিরোধী কার্যকলাপ চলছে। আমরা শুধু শান্তিপূর্ণ প্রতিবাদে গিয়ে ছিলাম,কিন্তু তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা আমাদের ৭ জনকে আহত করেছে।পরে আমরা বাধ্য হয়ে পাল্টা প্রতিরোধ করি।জীবন মহল কে নিয়ে দুই পক্ষের প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশের পাল্টাপাল্টি হামলায় জীবন মহলের অনেক ক্ষয়ক্ষতি হয়।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, কয়েক দিন আগে এখানে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে প্রশাসন অভিযান চালিয়েছে, মামলা দিয়েছে, জরিমানাও করেছে। আজকে ঈমান আকিদার সাথে থাকা হুজুররা একত্রিত হয়ে একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। তারা আমার কাছে ওয়াদাও করেছে কোনো প্রকার গ্যাঞ্জামে যাবে না। কিন্তু জীবন চৌধুরী বাইরে থেকে লোক এনে জড়ো করেছে এবং উত্তেজিত হয়ে হুজুরদের ওপর আক্রমণ করেছে। তখন হুজুররাও আক্রমণ করেছে। আমরা সকলকে উত্তেজিত না হয়ে ধৈর্য ধরার অনুরোধ করেছি। এ সময় পুলিশ সুপার আরো বলেন, কোনো পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয়,যদি মামলা করতে চায় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com