মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলাধীন ১০ নং জাবরহাট ইউনিয়ন, রণশিয়া বাজার এলাকায় অবস্থিত, রণশিয়া হামিদায়া দাখিল মাদ্রাসা। মাদ্রাসা ম্যানেজিং কমিটি অনিয়ম দূর্ণীতি, দুরভিসন্ধি, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড অভিযোগে সুপারিনটেনডেন্ট আ,ফ,ম সাইদুর রহমানসহ ১/৯ নং বিবাদী ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৫।
নির্বচন অনিয়মে বাদি হইয়া গত তাং ১৫ আগস্ট ২০২৫ মামলা দায়ের করেন মো. মোতাহার হোসেন পিতা মৃত আব্দুল মোতালেব গ্রাম রণশিয়া,উপজেলা পীরগঞ্জ, জেলা ঠাকূরগাঁও।
পীরগঞ্জ সহকারী জজ আদালত ঠাকূরগাঁও। মামলার নাম্বার ৮৯/২০২৫ অন্য। সূত্রে জানাযায় রণশিয়া হামিদা দাখিল মাদ্রাসা এর নামিয় (৩৩ শতকে) পুকূরসহ প্রায় ১৭/২০ বিঘা সম্মতি আছে মর্মে জানাগেছে। এই মাদ্রাসা পুকুর ও জায়গায় জমির লিজ গরমিল আছে বলে জানিয়েছেন এলাকা বাসি।পরবর্তীতে প্রতিষ্ঠানের প্রধান আ,ফ,ম সাইদুর রহমান কে মোবাইল ফোনে ফোন দিলে, তিনি ফোন রিসিভ করে আদালতে মামলার সত্যতা স্বীকার করেণ।
Posted ৯:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta