
মো.আরফান আলী : গত বুধবার পীরগঞ্জ পৌর সভার ২০২৫-২৬ অর্থ বৎসরের ৩৭ তম বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান সভাপতিত্বে পৌর মিলনায়তনে সুধী জনের উপস্থিতিতে ২০২৫-২৬ অর্থ বৎসরের বাজেট ঘোষণা করেণ। ৯ টি ওয়ার্ডের পৌর বাসীর কাছ থেকে দীর্ঘ ও সল্প মেয়াদী সমস্যা করণ ও মতামত গ্রহণ করা হয়। এর পরবর্তীতে তা সমস্যা নিরসনে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পৌর প্রশাসক অনুষ্ঠানে ব্যক্ত করেণ।
বাজেট অর্থ পরিমাণ (রাজস্ব ও উন্নয়ন) খাত সাতচল্লিশ কোটি বাষট্টি লাখ চল্লিশ হাজার টাকা ধার্য করা হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জাহিদূর রহমান জাহিদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (oc) তাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল জব্বার, প্রাথমিক কর্মকর্তা আ:রহিম, পৌর নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়,উপ-সহকারী প্রকৌশলী নূর মো.শাহ জাহান শাহ,প্রধান সহকারী নূর মোহাম্মদ চৌধূরী, হিসাব রক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।