আজ, Tuesday


১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

হঠাৎ ‘সাময়িক’ অবসরে পাকিস্তানের সাবেক অধিনায়ক

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
হঠাৎ ‘সাময়িক’ অবসরে পাকিস্তানের সাবেক অধিনায়ক
সংবাদটি শেয়ার করুন....

গনবার্তা ডেক্স :

একেএকে ঝরে পড়ছে নক্ষত্ররা। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক নিদা দার । দেশটির নারী ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই তারকা ক্রিকেটার গতকাল আকস্মিকভাবে অবসরের ঘোষণা দেন।

হঠাৎ করে ক্রিকেট থেকে অবসরের কারণ হিসেবে মানসিক স্বাস্থ্যের কথা উল্লেখ করেছেন নিনা। এ বিষয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান এই অভিজ্ঞ অলরাউন্ডার। সেখানে নিদা লেখেন, ‘অত্যন্ত সতর্কতার সঙ্গে চিন্তা করে আমি ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে নিজের মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাকে অগ্রাধিকার দিতে পারি। সাম্প্রতিক কিছু পেশাগত ও ব্যক্তিগত চ্যালেঞ্জ আমার উপর প্রভাব ফেলেছে, তাই নিজের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন অনুভব করছি।’

সেখানে তিনি আরো লিখেন, এই সময়ে আমার গোপনীয়তাকে সম্মান ও বোঝার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি আমার প্রিয়জনদের সমর্থনের জন্য কৃতজ্ঞ এবং আমি মাঠে ফিরে আসার অপেক্ষায় আছি।’

জানা গেছে আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বের দল থেকে ফিটনেসের কারণে ছিটকে গিয়েছিলেন নিদা। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘরোয়া ক্রিকেটের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলতে আমন্ত্রণ জানায় নিদাকে। কিন্তু তিনি তাতেও সাড়া দেননি। একইভাবে নারীদের ফয়সলাবাদ ক্যাম্প থেকেও নিজেকে সরিয়ে রাখেন তিনি।

জাতীয় দলে অভিষেকের পর থেকে পাকিস্তান নারী ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব আছে নিদার। টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তার। ওয়ানডেতেও পাকিস্তানের মাত্র চারজন নারী ক্রিকেটার ১০০ উইকেট নিয়েছেন, তাদের মধ্যে নিদা অন্যতম।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com