আজ, বৃহস্পতিবার


২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে গেলেন আলিসন

রবিবার, ২৩ মার্চ ২০২৫
আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে গেলেন আলিসন
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক :

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই ঐতিহাসিক দ্বৈরথ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলা নিয়ে বাড়তি উত্তেজনা থাকে ফুটবলপ্রেমীদের। তবে এবারের লড়াইয়ের জৌলুস অনেকটাই কেড়ে নিয়েছে ইনজুরি সমস্যা। ইনজুরির সেই লম্বা তালিকায় যুক্ত হলো ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকারের নাম।

এবারের ম্যাচকে ঘিরে তৈরি হয়েছিল বাড়তি উত্তেজনা। কারণ দেড় বছর পর ব্রাজিল দলে ফিরেছিলেন নেইমার। তবে ইনজুরির কারণে তিনি ম্যাচ থেকে ছিটকে গেছেন সবার আগে। এরপর লিওনেল মেসিও চোটের শঙ্কায় নেই। আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজও নেই চোটের কারণে। এবার প্রথম ম্যাচ খেললেও দ্বিতীয় ম্যাচে নামা হচ্ছে না আলিসনের।

কলম্বিয়ার বিপক্ষে গতকালের ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। সে সময়ই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। চোট থেকে সেরে ওঠার কোনো লক্ষণ না থাকায় আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না লিভারপুলের এই গোলরক্ষক। তার জায়গায় দেখা যেতে পারে পালমেইরাসের গোলকিপার ওয়েভেরতনকে।

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে মোট চারটি পরিবর্তন এনেছেন স্কোয়াডে। একটি হচ্ছে আলিসনের জায়গায় ওয়েভেরতন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সেন্টারব্যাক গ্যাব্রিয়েল মাগাহায়েস এবং মিডফিল্ডার ব্রুনো গিমারেস। দুজনই এক ম্যাচের জন্য নিষিদ্ধ। তাদের জায়গায় পিএসজি ডিফেন্ডার বেরালদো ও উলভারহ্যাম্পটন থেকে মিডফিল্ডার হোয়াও গোমেজকে স্কোয়াডে ডেকেছেন দরিভাল। এর বাইরে কলম্বিয়া ম্যাচে বাঁ ঊরুতে চোট পাওয়া মিডফিল্ডার গারসনও ছিটকে পড়েছেন স্কোয়াড থেকে। তার জায়গায় আতালান্তার ডিফেন্সিভ মিডফিল্ডার এদেরসনকে ডেকেছেন দরিভাল।

বিশ্বকাপ বাছাই পর্বের এবারের রাউন্ডে প্রথম ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলই। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল ২-১ এ জয়ের পর উরুগুয়ের বিপক্ষ আজ আর্জেন্টিনা জয় পেয়েছে ১-০ গোলে। বড় দুই ম্যাচে দুই দলেরই জয় বাড়তি আগ্রহ তৈরি করেছে ২৬শে মার্চের ম্যাচকে ঘিরে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com