স্পোর্টস রিপোর্টার :
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ড শেষ করেছিল আবাহনী লিমিটেড। প্রথম ম্যাচ হারের পর টানা চার ম্যাচ জিতেছিল তারা। ষষ্ঠ রাউন্ডে এসেও সেই জয়ের ধারা অব্যাহত রেখেছে নাজমুল হোসেন শান্তর দল। লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে আসরে টানা পাঁচ জয় তুলে নিয়েছে আবাহনী।
ডিপিএলের ষষ্ঠ রাউন্ডে আজ মঙ্গলবার বিকেএসপিতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৯২ রান করে রূপগঞ্জ। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী।
২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারায় আবাহনী। তবে এরপর অধিনায়ক শান্ত ও ওপেনার জিশান আলম মিলে গড়েন ১০০ রানের জুটি। জিশান ৪৩ করে ফিরে গেলেও মোহাম্মদ মিঠুনকে নিয়ে শান্ত গড়েন ৫০ রানের জুটি। মিঠুনের ব্যাট থেকে আসে ৩৪ রান। ১০৬ বলে এবারের আসরে নিজের প্রথম শতক তুলে নেন শান্ত। শেষে মুমিনুল হকের ৩৫ ও মাহফুজুর রহমানের ৩১ রানে ভর করে জয় তুলে নেয় আবাহনী।
এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৭ রানের মাথায় ২৪ রান করে ফিরে যান তানজিদ হাসান তামিম। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ২৭ রান। ওপেনার সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়ের ৯৪ রানের জুটিতে বড় রানের ভিত পায় রূপগঞ্জ। জয় ৫৮ ও সাইফের ব্যাট থেকে আসে ৬৭ রান। শেষে জাকের আলির ৩৫ ও শেখ মেহেদী হাসানের ২৮ রানের ভর করে ২৯২ রান করে রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ: ২৯২/৬ ( সাইফ হাসান ৬৭, মাহমুদুল হাসান জয় ৫৮)
আবাহনী লিমিটেড: ২৯৩/৬ ( নাজমুল হোসেন শান্ত ১০১, জিশান আলম ৪৩)
ফল: ৪ উইকেটে জয় আবাহনীর
ম্যাচসেরা: নাজমুল হোসেন শান্ত
Posted ১১:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta