আজ, সোমবার


১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে দ. আফ্রিকা, আফগানিস্তানের বিদায়

রবিবার, ০২ মার্চ ২০২৫
ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে দ. আফ্রিকা, আফগানিস্তানের বিদায়
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক :
চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান ও ইংল্যান্ড।

প্রোটিয়াদের সঙ্গী হয়েছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। করাচিতে ব্যাটিং, বোলিং না ফিল্ডিং—কোনো বিভাগেই লড়তে পারেনি ইংল্যান্ড। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে একেবারে খালি হাতেই এবারের চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফিরতে হচ্ছে ইংল্যান্ডের। করাচির এ ম্যাচেও ইংলিশ ব্যাটসম্যানরা ছিলেন নিজেদের ছায়া হয়ে। ৩৮.২ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে যাওয়া সেটিরই প্রমাণ। সর্বোচ্চ ৩৭ রান করেন জো রুট। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন জোফরা আর্চার। ওয়ানডে অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচে ৪৩ বলে ২১ রান করেন বাটলার।

আগের দুই ম্যাচের মতোই ব্যর্থ হন ফিল সল্ট, জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। শুরুতে ধস নামান মার্কো ইয়ানসেন। তিনি শিকার ধরেন তিনটি। আর শেষে উইয়ান মুলডার তিনটি ও কেশব মহারাজ দুটি উইকেট পান। বাটলারের অধীনে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। পরের আসরে খেলে সেমিফাইনাল। কিন্তু ২০২৩ বিশ্বকাপের মতো ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপ পর্ব থেকেই ঝড়ে যেতে হলো দেশটিকে।

দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ছিল মাত্র ১৮০ রানের। ত্রিস্টান স্টাবস (০) আর রায়ান রিকেলটনের (২৭) স্টাম্প উড়িয়ে জোফরা আর্চার একটু আশা দেখালেও লড়াই করা হয়ে উঠেনি ইংল্যান্ডের।

৫৬ বলে ১১ বাউন্ডারিতে ৬৪ রানের মারকুটে ইনিংস খেলে জয়ের কাছাকাছি এসে ফেরেন হেনরিখ ক্লাসেন। ৮৭ বলে ৬ চার আর ৩২ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন রসি ভ্যান ডার ডাসেন। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন ডেভিড মিলার।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com