ক্রীড়া ডেস্ক :
লা লিগায় রোববার রাতে লাস পালমাসের সঙ্গে হোম ম্যাচে প্রথমে গোল খেয়েও শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে রিয়ালের জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। ব্রাহিম ডিয়াজ ও রদ্রিগো রিয়ালের বাকি দুটি গোল করেন।
লা লিগায় রোববার রাতে লাস পালমাসের সঙ্গে হোম ম্যাচে প্রথমে গোল খেয়েও শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে রিয়ালের জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। ব্রাহিম ডিয়াজ ও রদ্রিগো রিয়ালের বাকি দুটি গোল করেন।
প্রথম মিনিটে ফ্যাবিও সিলভার গোলে লিড নেয় লাস পালমাস। এই গোল খেয়েই যেন তেতে ওঠে রিয়াল মাদ্রিদ। ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা আনেন এমবাপ্পে। ৩৩ মিনিটে ডিয়াজ এগিয়ে দেন রিয়ালকে। এর তিন মিনিট পর এমবাপ্পে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন (৩-১)। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো ম্যাচের ৫৭ মিনিটে গোল করলে লাস পালমাসের ঘুরে দাঁড়ানোর সব আশাই শেষ হয়ে যায়।
এই জয়ে অ্যাটলেটিকোকে টপকে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। অ্যাটলেটিকো ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ও বার্সেলোনা ৩৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ইপসউইচকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। একইদিন ব্রাইটনের কাছে হোম ম্যাচে ১-৩ গোলে হেরে বসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে এভারটন।
Posted ৫:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta