আজ, Friday


১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ফেদেরারের রেকর্ড ভাঙলেন জোকোভিচ

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
ফেদেরারের রেকর্ড ভাঙলেন জোকোভিচ
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক :

কোভিডকালীন সময়ের আতঙ্ক ভুলে রেকর্ড স্পর্শ করার দিকে এগিয়ে যাচ্ছেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়া ওপেনে আজ বুধবার পর্তুগিজ টেনিস তারকা জাইমি ফারিয়াকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন জোকোভিচ। এদিনই তিনি ভাঙলেন রজার ফেদেরারের একটি রেকর্ড!

অস্ট্রেলিয়ান ওপেনের সঙ্গে জড়িয়ে থাকা ট্রমার স্মৃতি নিয়েই এবারের আসরে অংশ নিতে এসেছেন সার্বিয়ান এই তারকা। তবে দক্ষতা দিয়ে সব শঙ্কা পেছনে ফেলে দাপটে এগিয়ে যাচ্ছেন জোকোভিচ। করোনাভাইরাসের টিকা নিয়ে নাটকীয়তায় পেছনে ফেলে তৃতয়ি রাউন্ডে পা রাখলেন তিনি।

বৃষ্টির কারণে রড লেভার অ্যারেনার ছাদের নিচে খেলতে হয়েছে জোকোভিচদের। যেখানে চারটি সেট খেলার পর তিনি পর্তুগীজ কোয়ালিফায়ার জাইমে ফারিয়াকে হারান ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ গেমে।

এ ম্যাচ দিয়ে গ্র্যান্ড স্ল্যামে ৪৩০তম একক ম্যাচ পূর্ণ করেন জকোভিচ। যা তাকে ওপেনে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়া রজার ফেদেরার (৪২৯) এবং সেরেনা উইলিয়ামসকে (৪২৩) ছাড়িয়ে নিয়ে গেল অনন্য এক উচ্চতায়।

ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত জোকোভিচ বলেন, ‘আমি জিতি বা হারি, আমি সবসময় আমার হৃদয় মাঠে রেখে যাব। আমি খুশি যে আরও একটি রেকর্ড তৈরি করতে পেরেছি।’

মেলবোর্নে বৃষ্টিঝরা দিনে আরও জয় তুলে নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন অ্যারিনা সাবালেঙ্কা, দুইবারের মেলবোর্ন বিজয়ী নাওমি ওসাকা এবং কার্লোস আলকারাজও।

এদিকে এবারের ওপেনে গত আসরের নারী ফাইনালিস্ট জেং কুইনেন সুবিধা করতে পারেননি। নক আউট পর্বে বাদ পড়েন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com