ক্রীড়া ডেস্ক :
বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন অঙ্কন। তিনি ভেঙেছেন রনি তালুকদারের রেকর্ড। ২০২৩ সালে জানুয়ারিতে রংপুর রাইডার্সের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৯ বলে ৫০ করেছিলেন রনি। আজ হারালেন সেই রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যুগ্মভাবে দ্রুততম ফিফটি রেকর্ডও এখন অঙ্কনের। ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেছিলেন লিটন দাস।
বাংলাদেশের দ্রুততম টি-টোয়েন্টি ফিফটি করে আজ বিপিএলে চট্টগ্রাম কিংসের বিপক্ষে খুলনা টাইগার্সকে জেতালেন মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি ১৮ বলে ফিফটি করে দলকে এনে দেন ২০৩ রানের পুঁজি। জবাব দিতে নেমে চট্টগ্রাম ১০ উইকেটে ১৬৬ রান তুলতে সমর্থ হলে ৩৭ রানের জয় পায় খুলনা।
অস্ট্রেলিয়ান খেলোয়াড় উইলিয়াম বোসিস্তো ৫০ বলে ৭৭ রান করে ভিত গড়ে দেয়ার পর ব্যাটে ঝড় তোলেন অঙ্কন। ২২ বলে ১ বাউন্ডারি ও ৬ ওভার বাউন্ডারিতে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। এতে ২০ ওভারে খুলনা ৪ উইকেটে ২০৩ রানের সংগ্রহ পায়। বোসিস্তো ও অঙ্কন পঞ্চম উইকেটে খুলনার রেকর্ড ৮৬ রান যোগ করেন।
বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন অঙ্কন। তিনি ভেঙেছেন রনি তালুকদারের রেকর্ড। ২০২৩ সালে জানুয়ারিতে রংপুর রাইডার্সের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৯ বলে ৫০ করেছিলেন রনি। আজ হারালেন সেই রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যুগ্মভাবে দ্রুততম ফিফটি রেকর্ডও এখন অঙ্কনের। ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেছিলেন লিটন দাস।
অঙ্কনের চেয়ে বিপিএলে কম বলে ফিফটি আছে মাত্র দুজনের। ২০১২ সালে মিরপুরেই দুরন্ত রাজশাহীর বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। ২০২২ সালে সেই রেকর্ড ভেঙে দেন সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ১৩ বলে ফিফটি করেন।
এছাড়া বিপিএলে ১৮ বলে ফিফটি আছে দুজনের। ২০২৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের খুশদিল শাহ ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ও ২০২২ সালে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইল জ্যাকস।
বোসিস্তো ও অঙ্কন খুলনাকে দুশোর্ধ্ব সংগ্রহ এনে দেন, যা ছোঁয়ার সাধ্য ছিল না চট্টগ্রাম কিংসের। শামীম হোসেন ৩৮ বলে ৭৮ রান করলেও তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না।
Posted ১২:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta