ঢাকাশুক্রবার , ১৩ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মুলাদীতে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

দৈনিক গণবার্তা
মে ১৩, ২০২২ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মুলাদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের মুলাদীতে বজ্রপাতে রবিউল চৌকিদার (৩৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। রবিউল চৌকিদার জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামের মৃত ইসমাইল চৌকিদারের ছেলে। তিনি সিঙ্গাপুরে থাকে। কিছুদিন আগে ছুটিতে বাড়ি এসেছেন।

প্রতিবেশি আবির হোসেন জানান, শুক্রবার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। ওই সময় রবিউল বাড়ির পার্শ্বে বিলের মধ্যে গরু আনতে গেলে বজ্রপাতে মারাত্মক আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইদী হাসান বাধন জানান, বজ্রপাতে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।