স্পোর্টস ডেস্ক : ইংলিশ কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটনকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল। শ্বাসরুদ্ধকর জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে অলরেডরা।
বুধবার ঘরের মাঠ অ্যামেক্স স্টেডিয়ামে দুর্দান্ত খেলেছে ব্রাইটন। প্রথমার্ধে লিভারপুলকে গোলশূন্য রাখে স্বাগতিকরা, গোল করতে পারেনি নিজেরাও। তবে দ্বিতীয়ার্ধে আর লিভারপুলকে গোল দেওয়া থেকে বিরত রাখতে পারেনি ব্রাইটন। বিরতি থেকে এসেই গোল করেন লিভারপুলের কোডি গাকফো। ৪৬ মিনিটে প্রথম গোলের পর ৬৩ মিনিটে আরও একটি গোল করেন নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ড। এতে ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। ৮১ মিনিটে এক গোল শোধ করে ব্রাইটন। সিমন আদিনগ্রার গোলে ব্যবধান দাঁড়ায় ২-১। ৪ মিনিট পরই ফের ব্যবধান বাড়ায় লিভারপুল। এবার গোল করেন লুইস দিয়াজ। কলম্বিয়ার এই তারকার গোলে ৩-১ গোলে এগিয়ে যায় লিভারপুল। ৯০ মিনিটে আরও একটি গোল করে ব্রাইটন। এতে ব্যবধান কমে ৩-২ তে আসে। কারাবাও কাপের ইতিহাসে সর্বোচ্চ ১০বার চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। সর্বশেষ গত মৌসুমে চেলসিকে হারিয়ে শিরোপা জিতেছিল অলরেডরা।
Posted ৪:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta