স্পোর্টস ডেস্ক : গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হলো না। শুরু থেকেই ব্যালন ডি’অর জয়ের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় থেকেও ফুটবলের এই অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার জিততে পারলেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। সব জল্পনার অবসান ঘটিয়ে প্যারিসের থিয়েটার দু শাটলেটের মঞ্চে উঠেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার স্প্যানিশ ফুটবলার রদ্রিগো হার্নান্দেজের রদ্রি। উঁচিয়ে ধরেন নিজের প্রথম ব্যালন ডি’অর ট্রফি। (২৮ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট, এসি মিলান কিংবদন্তি ও ১৯৯৫ ব্যালন ডি’অরজয়ী জর্জ উইয়াহ মঞ্চে এসে তার নাম ঘোষণা করেন। অনুষ্ঠান শুরুর আগে কালো স্যুট, বোট বো-টাইয়ের রদ্রি এলেন ক্রাচে ভর করে। গত মাসে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়েন তিনি। প্রেমিকা লরার সামনেই উঁচিয়ে ধরলেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। রদ্রি গত মৌসুমে খেলেছেন ৬৩টি ম্যাচ। সেখানে গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। তার দখলে রয়েছে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্পেনের জার্সিতে ইউরো। মৌসুমজুড়েই ছিল তার অসাধারণ পারফরম্যান্স।আর এরমধ্যে দিয়ে দীর্ঘ ৬৪ বছর পর এই প্রথম ছেলেদের ব্যালন ডি’অর জিতলেন স্পেনের কোনো খেলোয়াড়। রদ্রির আগে সর্বশেষ স্পেনের কোনো ফুটবলার এই পুরস্কার জিতেছিলেন ১৯৬০ সালে। গত বছর জুলাইয়ে না ফেরার দেশে পাড়ি জমানো লুইস সুয়ারেজের পর দ্বিতীয় স্প্যানিশ হিসেবে ছেলেদের বর্ষসেরার এই ট্রফি জিতলেন রদ্রি।
১৯৫৬ সাল থেকে ফ্রান্স ম্যাগাজিনের পক্ষ থেকে দেওয়া ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ এই পুরস্কারে গত দুই দশক দুই চিরপ্রতিদ্বন্দ্বী মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো এমন লম্বা সময় ধরে দাপট ছিল না কারও। অবশেষে দাপটের সেই অধ্যায় পেরিয়ে এবার ফুটবলবিশ্বে নতুন তারকা-যুগের সূচনা ঘটেছে।
Posted ৪:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta