স্পোর্টস ডেস্ক : পাঁচদিন আগে চিলির বিপক্ষে লুইস হেনরিকের শেষ সময়ের গোলে ঘাম ঝরিয়ে জিতেছিল ব্রাজিল। ২৩ বছরের হেনরিক আরও একবার দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন। তিন মিনিটের মধ্যে ব্রাজিল করলো দুই গোল। একটি হেনরিকের নিজের, আরেকটিতে তার অ্যাসিস্ট। রাফিনহার জোড়া পেনাল্টিতে এর আগেই অবশ্য জয়ের ভিত গড়া হয়ে গিয়েছিল ব্রাজিলের। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুর বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ই তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
Posted ৩:১১ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta