আজ, শনিবার


১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে নাকাল করে সিরিজ জমিয়ে দিলো ইংল্যান্ড

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
অস্ট্রেলিয়াকে নাকাল করে সিরিজ জমিয়ে দিলো ইংল্যান্ড
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক :  ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে হারিয়ে রীতিমত উড়ছিল অস্ট্রেলিয়া। বাঁচামরার তৃতীয় ওয়ানডে বৃষ্টি আইনে জিতে লড়াইয়ে ফেরে ইংল্যান্ড। দারুণভাবে ঘুরে দাঁড়ানো ইংলিশরা এবার রীতিমত নাকাল করে ছাড়লো চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে। লর্ডসে সিরিজের চতুর্থ ওয়ানডেতে অসিদের ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। টানা দ্বিতীয় ম্যাচে ইংলিশদের জয়ের নায়ক নতুন অধিনায়ক হ্যারি ব্রুক। আগের ওয়ানডেতে ৯৪ বলে ১১০ রানের ইনিংস খেলা ব্রুক এবার ৫৮ বলে করেছেন ৮৭। বৃষ্টির পর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি নেমে এসেছিল ৩৯ ওভারে। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩১২ রানের বিশাল পুঁজি দাঁড় করায় ইংল্যান্ড। ব্রুক ৫৮ বলে ১১ চার আর এক ছক্কায় খেলেন ৮৭ রানের ইনিংস। বেন ডাকেট ৬২ বলে ৬৩, জেমি স্মিথ ২৮ বলে ৩৯ আর শেষদিকে লিয়াম লিভিংস্টোন ২৭ বলে ৩ চার আর ৭ ছক্কায় খেলেন হার না মানা ৬২ রানের বিধ্বংসী ইনিংস। জবাবে ২৪.৪ ওভারে ১২৬ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ট্রাভিস হেড। ২৮ আসে মিচেল মার্শের ব্যাট থেকে। ইংল্যান্ডের ম্যাথু পটস ৩৮ রানে ৪টি, ব্রাইডন কার্সে ৩৬ রানে ৩টি আর জোফরা আর্চার ৩৩ রানে নেন ২টি উইকেট।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com