স্পোর্টস ডেস্ক :
চলতি বিশ্বকাপ বাছাইপর্বটায় কোনোভাবেই যেন সোজা পথে হাঁটতে পারছে না ব্রাজিল। গেল ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে যাও একটু ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল সেলেসাওরা, পরের ম্যাচেই আবার পপাত ধরণীতল! এবার প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেই বসেছে কোচ দরিভাল জুনিয়রের দল। নিজেদের মাঠে আগের ম্যাচে জিতলেও তাদের পারফর্ম্যান্স মোটেও আশাব্যঞ্জক ছিল না। কোচ দরিভাল অবশ্য ওই জয়টাকেই রেখেছিলেন নয়নের মণি করে। প্রতিপক্ষের মাঠে আজও ব্রাজিল মন ভরানো ফুটবল খেলতে পারেনি। উল্টো স্বাগতিক প্যারাগুয়ে জমাট রক্ষণ সামলে আক্রমণ শানিয়েছে যেন বেশি। ২০ মিনিটে তারই ফল পেয়ে যায় দলটা। মৌসুমের শেষে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে যোগ দিতে যাওয়া মিডফিল্ডার দিয়েগো গোমেজ ম্যাচের একমাত্র গোলটা করেন দূরপাল্লার এক শটে। এই এক গোলই দুই দলের পার্থক্যটা গড়ে দেয়। এই হারের ফলে ব্রাজিল চার থেকে পাঁচে নেমে গেছে, তাদের পয়েন্ট ৮ ম্যাচে ১০। ছয়ে থাকা ভেনেজুয়েলার পয়েন্টও সমান, তবে ব্রাজিল গোল ব্যবধানে এগিয়ে আছে তালিকার ছয়ে। প্যারাগুয়ে এই জয়ের পর উঠে এসেছে সপ্তম স্থানে। মৌসুমের দ্বিতীয় জয়ের ফলে তাদের পয়েন্ট সংখ্যা দাঁড়িয়েছে ৯-এ।
Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta